Transparent Logo
Scroll down

mahalayarjataka

মহালয়ার জাতক
১ জুন, ২০২০

২২ ২২ মে ২০২০ লকডাউন সময়ে প্রায় সবার অলক্ষেই চলে গেলেন পাঁচের দশকের কৃত্তিবাস গোষ্ঠীর অন্যতম শক্তিশালী কবি প্রণবকুমার মুখোপাধ্যায়। ১৯৩৭-এর মহালয়া তিথিতে জন্ম বলে তিনি মহালয়ার জাতক এই পরিচয়টি দিতে ভালোবাসতেন। চাকরিজীবনে উচ্চপদে থাকার পাশাপাশি তিনি যেমন কাব্যচর্চা চালিয়ে গেছেন তেমনই করেছেন সার্থক সম্পাদনা, ও সাহিত্য-সমালোচনা। কবির এই নীরব বিদায়ে তাঁর প্রতি হরপ্পার শ্রদ্ধার্ঘ এই পুস্তিকাটি। ...

কী আছে ভিতরে

১৯৩৭-এর মহালয়া তিথিতে জন্ম পাঁচের দশকের বলিষ্ঠ কবি প্রণবকুমার মুখোপাধ্যায়ের। তাঁর জন্ম-বেড়ে ওঠা-শিক্ষা-কর্মজীবন—সব কিছু কলকাতাতেই। মামাবাড়িতে অগ্রজ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও দেবদাস পাঠকের প্রভাবেই তাঁর লেখালেখির সূত্রপাত খুব কম বয়সেই। পরবর্তীকালে কৃত্তিবাস-গোষ্ঠীর অন্যতম প্রণবকুমার ‘দেশ’ পত্রিকাসহ লিখেছেন দুই বাংলার ছোটোবড়ো বহু পত্রপত্রিকায়। কৃত্তিবাস থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ অতলান্ত (মাঘ ১৩৬১)। এরপর প্রকাশিত হয় এসো, হাত ধরো (আনন্দ, ডিসেম্বর, ১৯৭৭), অপেক্ষার রঙ (আনন্দ, জ্যৈষ্ঠ ১৪০০), জল, তবু দগ্ধ-করা (প্রতিভাস, ২৫ বৈশাখ ১৪১২), শো-কেসের ফুলবাবু (গাঙচিল, বইমেলা ২০০৭), এত মায়া, এত মোহ (পত্রলেখা, মহালয়া ১৪১৪), কেমন আছে এই পৃথিবী (সিগনেট প্রেস, জানুয়ারি ২০১৫)। তাঁর সুদীর্ঘ কবিজীবনে রচিত গ্রন্থিত ও অগ্রন্থিত কাব্যকৃতি দুই মলাটের ভিতর সংকলিত হয়েছে ২০১৭-তে তাঁর আশি বছরের জন্মদিনে সিগনেট প্রেস প্রকাশিত কবিতা সমগ্র-এ। পরবর্তী কালে দেজ থেকে প্রকাশিত হয়েছে তাঁর শ্রেষ্ঠ কবিতা (২০১৯)। বিষ্ণু দে পুরস্কার, রূপসী বাংলা পুরস্কার, বাংলা আকাদেমি পুরস্কার এবং জীবনানন্দ দাশ সম্মান-এ পুরস্কৃত হয়েছেন তিনি। চাকরিজীবনে উচ্চপদে থাকার পাশাপাশি তিনি যেমন কাব্যচর্চা চালিয়ে গেছেন তেমনই করেছেন সার্থক সম্পাদনার কাজ, টেনিদা সমগ্র তার অন্যতম উদাহরণ। ‘সত্যসন্ধ’ ছদ্মনামে ‘ধাঁধা’, ‘মজারু’ ছদ্মনামে ‘মজার খেলা’, ‘স্মৃতিধর’ ছদ্মনামে ‘পড়ুয়ার পাঠশালা’, ‘সাংখ্যায়ন’ ছদ্মনামে ‘বুদ্ধির্যস্য’-র মতো নানা জনপ্রিয় সৃজন তিনি করেছেন। ‘দেশ’ পত্রিকায় সংগীত-সমালোচনা, পুস্তক-সমালোচনা করেছেন নিয়মিত। সুচারু গদ্যে রচনা করেছেন আনন্দ পাবলিশার্সের বইয়ের ব্লার্ব ও বিজ্ঞাপন। অংশ নিয়েছেন রেডিয়োতেও। বিশেষ আগ্রহী ছিলেন জাদুচর্চা নিয়ে। আর রবীন্দ্রনাথের গান ছিল তাঁর প্রাণের আরাম, মানসিক শক্তির উৎস। গত ২২ মে ২০২০ চলে গেলেন ছন্দকুশল কবি প্রণবকুমার মুখোপাধ্যায়। এই পুস্তিকাটি কবির প্রতি 'হরপ্পা'-র শ্রদ্ধার্ঘ্য। ডাউনলোড করুন

প্রকাশকাল: ১ জুন, ২০২০
প্রচ্ছদ ও শিল্প-নির্দেশনা: সোমনাথ ঘোষ

সম্পাদক: সৈকত মুখার্জি

বিষয়সূচি

তবু কবিতা
প্রণবকুমার মুখোপাধ্যায়
প্রণবকুমার মুখোপাধ্যায় ও অন্য কয়েকজন ...
হীরেন্দ্রনাথ চক্রবর্তী
রবীন্দ্রসংগীতের মতোই প্রণবকুমারের জীবন, তানালাপ বর্জিত ও সুঠাম
সুধীর চক্রবর্তী
গভীর বেদনায়, সুখের স্মৃতিতে
বিভাস চক্রবর্তী
প্রণবদা
দেবাশীষ দেব
প্রণবদা
কৃষ্ণেন্দু চাকী
প্রণবদার জাদুপ্রীতি
দীপক রায়চৌধুরী
কবিতা, আমি ও প্রণবকুমার
রজতেন্দ্র মুখোপাধ্যায়


 

গ্রাহক হোন
হরপ্পার গ্রাহক হতে গেলে বছরে তিনটি সংখ্যার জন্য মোট পাঁচশো টাকা দিতে হয়। (ডাকমাশুল আলাদা)
যোগাযোগ করুন ই-মেলে অথবা ফোনে কথা বলুন।

সরাসরি প্রাপ্তিস্থান
• হরপ্পার পরিবেশক পশ্চিমবঙ্গে অক্ষর প্রকাশনী, ১৮এ টেমার লেন, কলকাতা-৯ ও বাংলাদেশে বাতিঘর।
• কলেজস্ট্রিটে পাতিরাম, ধ্যানবিন্দু, দেজ, দে বুকস্টোর, উল্টোডাঙায় সুনীলদার দোকান, রাসবিহারী মোড়ে কল্যাণদার দোকান, রিড বেঙ্গলি বুক স্টোর, শান্তিনিকেতনে রামকৃষ্ণর দোকানের মতো বহু স্টলে হরপ্পা নিয়মিত পাওয়া যায়। এছাড়া অনলাইনে হরপ্পা বিক্রি হয়।
• পত্রিকা পেতে আপনি দপ্তরেও মেল করতে পারেন।

মুদ্রিত সংখ্যা
হরপ্পার যাত্রা শুরু ২০১৭-র অক্টোবর মাসে চতুর্মাসিক পত্রিকা হরপ্পা লিখন চিত্রণ-এর প্রকাশলগ্নে। মূলত সাহিত্য পত্রিকা হিসেবে হরপ্পা আত্মপ্রকাশ করে বাংলার শিল্পসংস্কৃতি আচার অনুষ্ঠান রীতিনীতি পালাপার্বণ প্রভৃতি নানা বিষয়কে দু-মলাটের ভিতর নতুন আঙ্গিকে তুলে ধরার লক্ষ্যে। দেখবেন চলুন...